ঈশ্বর, আমি দাঁড়িয়ে তোমার সামনে,
কত পূজা করলাম তোমার কত সাধনা-
শুধু এতটুকু বাসনা , দেখবো তমাকে নিজ চোখে।
আজ স্বার্থক আমার জীবন , আজ পূর্ণ হলো জীবন ।।


সন্তান, জানি এতটুকুই ছিলোনা বাসনা কেবল
তুমি ভিখিরী থেকে হতে চাও রাজা , ওড়াতে চাও তোমার ধ্বজা
কিনে নিতে চাও চারপাশ- স্থল- জল ।
তবু আমি এসেছি বালক,-
তোমার ইচ্ছে ছিল অন্তর হতে, ইচ্ছে নিষ্ঠুর হোক ।
তবু পড়েছে চোখে যে জল- তাতে ছিল না কোনো ছল ,
তাই চাও কি আছে ইচ্ছে - চাও নিজ মুখে।।


ভগবান, তোমাকে লুকোবে সাধ্য কার, সকলি তুমি জানো হে অন্তর্যামী,
তোমার সম্মুখে কি উচ্চারণ করবো আমি।


হে সন্তান ।  তুমি যা চাও তা হবে না কখনো , ইচ্ছে পূরণ হবে না জেনো।
তবু এসেছি আমি, দিলাম এই বরদান-
প্রতি দিন, তোমার কাছে হবে নতুন, পৃথিবী কে পাবে নতুন করে,
নতুন হয়ে চারপাশ বাধবে বাসা তোমার মনের পরে, নতুনে ভরাবে
যে প্রাণ-।।


হে ঈশ্বর, কত ছিল ইচ্ছে - জীবন ভর করলাম ডাকাডাকি
শুনলেনা তুমি, তুমিই চাও আমি ভিখিরী হয়ে থাকি।
তবে হোক তাই  -আজ এ ঘুমেই যেন নরকের দেখা পাই।।


কি আশ্চর্য ! আজ সকাল কেন এতো মনোরম
কি ছোঁয়ায় এতো - এতো আনন্দে মন , কিছু তো নেই হাতে , কে তবে ভরালো রাতে?-
কেন কেন আমার নতুন  মনে হয় চার-কোন ?
কি আনন্দ আমার, একি আনন্দ !
আহ যদিও রইলাম হীন তবু এমন আনন্দে কাটাই নি কত দিন।
এবার ঘুমোই, একটু বিশ্রাম নি।।


আহ ! একি হলো আমার - আজ যে আরো নতুন দিন - এতো নতুন সকাল
আর যাবো না কোথাও ,-


হে ঈশ্বর , আমায় দাও থাকতে এমন নতুনের মাঝে চিরটা কাল।।