বাতাসে আজ দিলো  খবর,   বসন্ত এলো-
আরও রঙ আরও রঙ দিয়ে যাও,
আকাশে বাতাসে মাটিতে মেশাও
এক হয়ে নাও।
পৃথিবীর ফসল আমি, ঝরবো পরে পৃথিবীর কোলে-
বেরিয়েছে প্রাণ চারদিক হতে তাই দলে-দলে।
কত অপেক্ষায় আজ বসন্ত এলো ,
মাটিতে- ঘাসে আগুন রঙ লাগলো-
আমিও গিয়েছি মিশে পৃথিবীর কোণে - কোণে,-
আনন্দ আরও আনন্দ এক আকাশ দিলো মনে।।