আকাশটা গাঢ় নীল, আর সব রং ক্ষীণ-ফিকে;
যতই বদলায় রং, সব-ই দৃষ্টির মরু মরিচিকে!


সাদা মেঘের পেঁজো-তুলো, ভেসে বেড়ায় বায়ুতে;
আকাশটা তাই সাদা নয়, মিথ্যে ভাবনার আয়ুতে!


ঘন কালো মেঘমালা আগলে রাখলে আকাশকে;
আকাশের রং হয় না কালো, তবুও তা বলে কে?


ঊষালগ্নে পূর্বাকাশে, লালছে আভায় নয় তো রং;
ক্ষণিক পরে উধাও সে তো,আকাশ সাজে না সঙ!


মধ্যাহ্নের তপ্ত সূর্যে উজ্জীবিত আকাশ জ্বলজ্বল;
সময়ের স্রোতে হেলিয়া দ্রুত হয়ে যায় অনুজ্জ্বল।


গোধূলিবেলায় পশ্চিমাকাশে বর্ণিল মনোলোভা!
কোনোটা হয় না স্থায়ী, আকাশটা নীলেই শোভা।


পূর্ণিমার চাঁদের আলোয়, মিটিমিটি জ্বলে তারা;
আকাশের রঙে হয় না ফিকে কস্মিনকালে ধরা।


ঘোর অমাবস্যায় যতই দেখায় আকাশটা কালো;
ফের দেখা সীমাহীন আকাশ,গাঢ় নীলেই ভালো।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার || ১২ জুলাই ২০২০; সকাল ৭.১৫ টা।