বাংলা যাদের মায়ের ভাষা
বাংলা যাদের প্রাণ,
বাংলা তাদের রাখতে ধরে
দিতে হয়েছে শ্লোগান।


শুধুই মিছিল আসেনি কাজে
ঝরাতে হয়েছে লহু,
মায়ের ভাষার রাখতে মান
জীবন গিয়েছে বহু।


প্রাণের দামে কেনা যে ভাষা
কাম্য নয় তার হেলা,
শহিদের ঋণ শোধিতে তবে
দায়ভার আছে মেলা।


বাংলা যেহেতু মায়ের ভাষা
করতে হবে সম্মান,
বিশ্বসভায়  রাখতে উজ্জ্বল
শহিদ স্মৃতি অম্লান।


০৮ ফেব্রুয়ারি ২০২২ || সকাল ১১.০৫ টা।