মুক্ত বিহঙ্গের ওড়াউড়ি দেখে  প্রশ্ন জাগে মনে,
উপর হতে দেখতে কেমন এইদেশটা কে জানে?


চক্ষু মুদিয়া একদিন তাই উড়াল দিলাম আকাশে,
ছবির মতো বাংলাদেশটা নয়তো কিন্তু ফ্যাকাসে!


কতো রূপ রং ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাংলায়,
সেসব দেখে চেয়ে থাকি নয়ন জুড়ানো মুগ্ধতায়।


জালের মতো বিস্তৃত হেথায় নদী-নালা, খাল-বিল;
বৃক্ষলতায় সবুজ ধরা সৌন্দর্যের আধার অনাবিল।


কোথাও উঁচু সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে ঠাঁই,
কোথাও আবার নিচু সমতল ভূমিও দেখতে পাই।


সবুজের বুক চিরে বহতা নদীরা  যেন রক্তনালী,
দুরন্ত গতিতে বয়ে নেয় জল দেশের অলিগলি।


উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকে দু'চোখ যায়;
ক্লান্তিহীন দৃষ্টিটা শুধুই রূপ-সুধা আহরিতে চায়।


পাখ-পাখালির কোলাহল হেথায় কেড়ে নেয় নজর,
ফুলে ফলে ভরা দেশটির আছে সুনামের কতো বহর।


ছোটো ছোটো লোকালয়, শহর-গ্রাম আর বন্দর ;
চোখ জুড়ানো, মন ভুলানো দেশটা কতো সুন্দর!
_________________________
[প্রকাশিত কাব্য সংকলন : লাল সবুজের আসর থেকে ]