এখনো পাওনি টের? সময় নেইতো বেশি ঢের;
যদি ঘর থেকে হও বের, হাড়েহাড়ে পাবে টের!


এখনও থেকো না হয়ে অচেতন, কথাটা শোনো!
ব্যাপক হচ্ছে কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনও।


ওর হয়েছে, তোমাকে ছুঁবেনা, ভাবছো বসে এমন;
রক্ষা পাবেনা কেউ, ঘটলে কমিউনিটি ট্রান্সমিশন!


ঘরে ঘরে দোরগোড়ায় , আঘাত হানবে যখন;
কমিউনিটি ট্রান্সমিশন কী বুঝবে কেবল তখন!


অতি ছোঁয়াছে ভাইরাসটি, ছড়ায় দ্রুত সমাজে;
আক্রান্ত ব্যক্তির স্পর্শে, সহজ ট্রান্সমিশন হয় যে।


পাড়া বেড়ানো স্বভাব যাদের, হও তারা সচেতন;
কমিউনিটি ট্রান্সমিশনে হবে দায়ী, হলে অচেতন!


আইসোলেশনে যেতে হলেও, ঘাবড়িও না মন;
জুড়াবে তনু-প্রাণ, সুস্থ থাকলে সন্তান-স্বজন।


লকডাউনে ধৈর্য্য ধরে, মেনে কোয়ারেন্টাইন ;
ঠেকাতে ট্রান্সমিশন মানো স্বাস্থ্যবিধি আইন।


এ পাড়া, ও বাড়ি, করোনা ভাইরাসের ছড়াছড়ি;
কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে হও কড়াকড়ি।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
০৭ এপ্রিল ২০২০; রাত ৯.০০ টা।