বছর ঘুরে আবার এলো বাংলা ভাষার মাস,
সর্বস্তরে বাংলা ভাষার করবো মোরা চাষ!
মধুর যেমন মায়ের ভাষা, ছন্দে-গন্ধে ঠাসা;
মায়ের ভাষায় কথা বলে ধনী-গরিব-চাষা!
বাংলায় চলে পড়ালেখা, বাংলায় বাঁধে গান;
বাংলা  ভাষার যাদুর টানে জুড়ায় মন-প্রাণ!
সব ভাষাই ছন্দ তালে জড়িয়ে মায়াজাল;
মায়ের ভাষা প্রবহমান থাকবে চিরকাল।

বাংলাদেশ ও বাংলা ভাষা স্রষ্টার সেরা দান,
সইবো না তো এ দু'টোরই কোনো অপমান!
বাংলা ভাষার মর্যাদাতে কোনো আপোস নাই!
সালাম,জব্বার,রফিকেরা প্রাণ দিয়েছে তাই;
বাংলা এখন বিশ্বসভায় সেরা আসনে তাই,
মর্যাদাটা রাখতে ধরে হাতে হাত মিলাই!