হঠাৎ করে কী যে হলো হাবলুর মাথায় হাত!
খিচুড়ি রান্নার ধুম পড়বে, আর খাবে না ভাত।


যেন তেন খিচুড়ি নয়, বিদেশি কায়দায় রান্না!
হাজার বাবুর্চি আসবে শিখে, খিচুড়ি হবে পান্না।


সুস্বাদু আর স্বাস্থ্যকর হবে, মজাদার সে খিচুড়ি;
জীবদ্দশায় রাঁধেনি তা, কোনো নানী-দাদী-বুড়ি!


খিচুড়ি রান্না কঠিন কর্ম, লাগে ট্রেনিং বিদেশি;
বিদেশ গিয়ে ট্রেনিং পেয়ে, আর খাবে না স্বদেশি!


ছেলে-মেয়েরা স্কুলে যাবে, খাবে মজার খিচুড়ি ;
থাকবে না আর ভুকা-নাঙ্গা, বাড়বে সবার ভুঁড়ি।


খিচুড়ি রান্না শিখতে গিয়ে, হবে যে কত কষ্ট !
ঐসব কথা ভাবতে ভাবতে হাবলুর ঘুম নষ্ট।


ভাবছে হাবলু, শিশুবেশে স্কুলে হবে ভর্তি!
স্কুলে যাবে খিচুড়ি খাবে, চলবে উদর পূর্তি।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা || ১৫ সেপ্টেম্বর ২০২০ || সকাল ১১.৪০ টা।