হে মহামারি করোনা!
এবার একটু ধৈর্য্য ধরে ক্ষান্ত হওনা।  
দেখিয়েছ খেল অতি দুর্দান্ত ;
দয়া করে এবার তুমি হও শান্ত!
আর কত সাগর-নদী দিবে পাড়ি?
বিশ্ব জুড়ে লাশ পড়ছে সারি সারি!
উড়েছ তুমি আকাশপথে, ভেসেছ সাগরজলে;
স্থলপথও রাখনি বাকি, চড়েছ তুমি রেলে!
তোমার চলা থামাতে এখন, সব যানই বন্ধ;
প্রলয় তোমার না থামলে, ফিরবে না আর ছন্দ!


হে প্রলয়ঙ্করী করোনা!
তোমার দোর্দন্ড প্রতাপ, এবার একটু থামাওনা।
শহর-বন্দর-নগর চষে, ঘুরেছ দেশ-মহাদেশে;
ধনী রাষ্ট্র দখল শেষে, এসেছ বাংলাদেশে।
অর্থনীতি থমকে গেছে, বন্ধ গাড়ির চাকা ;
জনজীবন স্থবির করেছ, কল-কারখানাও ফাঁকা।
দাপিয়ে বেড়াচ্ছ অসীম সাহসে বিশ্ব চরাচরে ;
কষ্টে আছে কত মানুষ অর্ধাহারে-অনাহারে!
পরাজিত হয়েছে বিশ্ব কাঁপানো কত মহারথী;
আকাশের পাণে চেয়ে কেঁদে করছে মিনতি!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
১২ এপ্রিল ২০২০; দুপুর ১২.৪০ টা।