মনে পড়ে তোমার, পিয়াসী?
আমি আর তুমি মিলে কবে বাজিয়েছি বাঁশী?
উন্মাতাল সুরে প্রাণে জেগেছে যে অনুরণন!
পারবে কি আজ স্মরিয়া তা করিতে বর্ণন?
কত কিছু এলো, কত কাল গেলো;
তবুও হিসাব মিলাতে ঢের পাখা মেলো!


মেলিয়া পাখা, উল্টিয়ে পাতা যায় কি সব দেখা?
এতকাল পরে পাল্টেছে কি কারো হাতের রেখা!
যে দিন চলে যায়, আসে না আর ফিরে
সবকিছুই ম্লান হয় স্মৃতির খাতার ভিড়ে।


তবুও খুঁজি, বারে বারে সুর তুলে স্মৃতির তারে,
আমি, তুমি, আমরা মিলে ভালোবাসি শুধু যারে।
বাজুক ছন্দে, নাচুক আনন্দে, কেটে যাক ঘোর,
আবারও প্রাণোচ্ছ্বল হাসিতে শুরু হোক ভোর!


মনে পড়ে তোমার, পিয়াসী?
আজ অবধি কেন তুমি, আমি হাসি?
__________________________
২০ নভেম্বর ২০২১, দুপুর ১.১০ টা।