প্রাণঘাতী এক প্রাণী আছে, নাম তার মশা;
ডিম তৈরির সময়ে যার, নেশা রক্ত চোষা।


গুনগুনিয়ে গান শুনিয়ে, রক্ত চোষাই কাজ;
চড়থাপ্পড় কত যে খায়, নেইকো তাতে লাজ!


ঝোঁপ বুঝে কোপ মারে, শুং দেয় ঢুকিয়ে ;
নিঃশব্দে রক্ত খেয়ে, উড়ে বেড়ায় চুটিয়ে!


এনোফিলিস মশাই শুধু, ছড়ায় ম্যালেরিয়া;
এডিস মশা ছড়ায় কিন্তু ডেঙ্গু ও চিকনগুনিয়া।


এডিস বা এনোফিলিস, যে নামের হোক মশা;
একটি কাজে পটু সবাই, মানুষের রক্ত চোষা।


কেউ জন্মায় ঝোঁপ-ঝাড়ে আর পাহাড় -জঙ্গলে;
বনেদি এডিস বংশ বাড়ায় পরিষ্কার পানি পেলে।


বাঁচতে হলে ঘুমের সময়, মশারী টানিয়ে নিন;
বসত বাড়ীর চারপাশে, ঝোঁপঝাড় ছেঁটে দিন।


এডিস মশার বিস্তার ঠেকাতে, একটু নজর দিন;
জমা পানি ফেলতে হবে, প্রতি তিনদিনে একদিন।


ছোট্ট মশা মারতে গিয়ে, কত কামান দাগায়;
মশা মারতে ব্যর্থ রাজা, বদনামটাও কামায়।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ; ২৭ মে ২০২০; দুপুর ১.৫০ টা।