সেই যে পরেছি মুখোশ, আর হয়নি তো খুলে ফেলা,
মুখোশের আড়ালেই যাচ্ছে কেটে সকাল-সন্ধ্যাবেলা।


যাপিত জীবনের খেরোখাতা সব হলো এলোমেলো,
এরই মাঝে ধরনীর ব্যামোটা কত স্মৃতি মুছে দিলো।


গেঁথে যাচ্ছে সময়ের আড়ালে, কতসব মাইলফলক,
কেউবা সেসব খুঁজছে আবার আকাশনীলে অপলক!


বহতা নদীর থামেনি গতি, স্থবির হয়েছে জীবন,
কবে থামবে তান্ডবলীলার জাগতিক সম্মোহন?


লাখে লাখে মরছে মানুষ, ভাঙছে কত কোলাহল,
মরা গাঙ্গে তবে কী আর জোয়ার তুলবে দোলাচল?


ভাবনার প্রতিফলন ঘটেছে যেন জীবনটাও তেমন!
অন্তরেখা ডুবে আছে অতলান্তে, দিগন্তরেখা যেমন।


অস্তিত্ব রক্ষার অস্থির সময়ে কত লণ্ঠন নিভেছে বলো?
এমনি করেই দিন-মাস-বছর মুখোশের আড়াল হলো।
__________________
২৯ এপ্রিল ২০২১; দুপুর ২.০৫ টা।