ভয়ার্ত!
ভয়াবহ!
ভয়ংকর!!
মূহুর্মূহু গুলি আর বোমার শব্দ,
কতগুলো তাজা প্রাণ হলো নিস্তব্ধ!


আতঙ্ক!
আর্তনাদ...
আর্তচিৎকার...
পৌঁছেনি কি তবে কারো কর্ণকুহরে?
কিছুই কি করার ছিলো না দেশের তরে?


শিহরণ!
অনিশ্চয়তা...
বিভীষিকাময়!!
কে ছিলো নেপথ্যের কারিগর?
মিলবে না কি কখনো নিশ্চিত খবর?


তান্ডব...!
রাহাজানি!
ধ্বংসজজ্ঞ!!
কার স্বার্থ হাসিলের নীলনকশা হলো বাস্তবায়ন?
মসনদে ঘটাতে কার পাকাপোক্ত ক্ষমতায়ন?


অযাচিত!
অনভিপ্রেত!
অনাকাঙ্খিত!
তোমরা কি ভাবছো বসে, সব কান্না থেমে গেছে?
অশ্রু নদী শুকিয়ে গেছে, মনে হয় দেখছো বসে!


আমি তো এখনও শুনি-
বাবা-মার সন্তান হারানোর আহাজারি,
পিতৃহারা সন্তানের বুকফাটা রোনাজারি,
মেহেদীরাঙা সঙ্গীনীর পাথরচাপা ক্রন্দন,
ভাইহারা ভাই-ভগ্নীর গগনবিদারী রোদন।


অথচ তোমরা কী চমৎকারভাবে ভুলে গেলে!


যদি তা-ই হয়, তবে মনে রেখো-
রক্তের দাগ কখনো মুছে যায় না,
অযাচিত রক্তক্ষরণ কখনো বৃথা যায় না।
ফের যদি কথা বলে পিলখানার রক্ত,
আবারও জেগে উঠবে রক্তকণিকা,
পুনরায় প্রবহমান হবে ঝরে যাওয়া রক্তগঙ্গা!!


তখন কিন্তু -
সব বর্বরতার হালখাতা হবে,
কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিতে হবে তবে,
পার পাওয়ার থাকবে না কোন পথ!
দূর্গম হয়ে উঠবে সরল-সোজা অভিমত!


কারণটা খুবই সহজ-
ইতিহাস কখনো ক্ষমা করেনি,
ইতিহাস কাউকে ক্ষমা করে না,
ইতিহাস কোনোকালে ক্ষমা করবে না।
__________________________
২৬ ফেব্রুয়ারি ২০২১ || রাত ১.১০ টা।