দিগন্ত  জোড়া ঐ সোনালী মাঠ,
ছাড়িয়ে গেছে মোর দৃষ্টির চৌকাঠ।


বাংলার ঘরে ঘরে ফসলের হাট,
ঘুছে যাবে কৃষকের কষ্টের পাঠ।


সোনালী ফসল দিচ্ছে যে তাড়া,
নবান্ন উৎসবে জেগে উঠবে পাড়া।


হাসি-খুশি তাড়াবে কান্নার বোল,
পিঠা-পুলি উৎসবে পড়বে রোল।


গোলাভরা ধান-চালের দেখে বহর,
কৃষাণীর চোখে-মুখে সুখের নহর।
________________
বড়লেখা, মৌলভীবাজার;
২৪/১১/২০১৮।