যার মাথা তার ব্যথা, সঙ্গী সম ধন
বিজ্ঞ জনদের অট্টহাসি, দিচ্ছেনা কেউ মন
কষ্ট কাদায় পা পড়েছে, শক্তি ব্যয়ে ঢল
টানতে টানতে গলদ ঘর্ম, শুকায় সুখের জল ।


অন্যের ব্যথা কেউ কি বুঝে, নিজের সুখে মশগুল
নিজের পায়ে ফুটলে কাঁটা, হৈচৈ যত হুলুস্তুুল
ব্যস্ত কাজে ন্যস্ত মানুষ, ব্যস্ত কাটে সারাক্ষন
অন্যের ব্যথায় হুল ফুটে না, শিকেয় তোলা মন ।


আত্ম স্বার্থে মত্ত জনরা, আপন ভুবন চারী
মধুর ভাষণ রাজা উজির, আলোর দিশারী
উষ্ঠো খেয়ে পিষ্ট হওয়া, ভগ্ন দশায় জনগণ
মুকুট ওয়ালা ত্রাণ পরীদের, রস রসনার আয়োজন ।।