সময়ের সিঁড়ি বেয়ে এলো তোমার বিদায়ের ক্ষণ
বুকের ভেতর ঝড় তোলে বেদনার আন্দোলন
এক দিন আমারও অবস্থা হবে তোমারই মতন
যেদিন পৃথিবীর মানুষের কাছে ফুরাবে আমার প্রয়োজন ।


এতোটা নিষ্ঠুর আমি হতে চাইনি কখনো
তোমাকে ছাড়া চলতে হবে ভাবিনি তাও
অথচ, যারা তোমার সঙ্গ নিয়ে মিটায় প্রয়োজন
তারাই করলো তোমার বিরুদ্ধাচারণ ।


তালিকা খুব ছোট নয় : -
আমার পরিবার পরিজন, সহকর্মী, আত্মীয় স্বজন
ক্রীড়া জগত, বন্ধু মহল, দেশ বিদেশের কত গুণি-মানি জন
স্মৃতির অতলে যাওয়া আরো কত জন, তোমার সান্নিধ্যে হয়েছে ধন্য
তুমি ছিলে মোর চলার সঙ্গী, নিত্য সাথী, প্রয়োজনে ছিলে অনন্য ।

সতেরো বছরতো আর কম নয়, নিজের জন্য নয় বন্ধু, তাদের দিকে তাকিয়ে
আমার সামর্থ্যের সীমান্তে পা রেখে, নতুনকে স্বাগত জানিয়ে
আজ তোমাকে বিদায় জানাতে বাধ্য হলাম তাই
ভালোবাসার বাঁধন খুলে তোমায় জানাই - বিদায় বন্ধু বিদায় ।।