মানুষ, বৃক্ষ, পশু-পাখি,
প্রাণ আছে তাই প্রাণী (?)
প্রাণী মারলে দোষের কি আর
নেইতো কোন গ্লানি ।


ফোকলা দাঁতে অট্টহাসি
প্রাণী হত্যার উল্লাসে
আন্দোলনে অবুঝ মানুষ
রক্তের ঘ্রান বাতাসে ।


প্রাণীর রক্তে রক্ত গঙ্গা
প্রাণী মারে প্রাণী
দু’একটা দিন প্রাণীর শোকে
অসার টানাটানি ।


কর্তা গাহেন রঙ্গ গীতি
কিছু যখন ঘটে
প্রাণী মরলেই আমার দেশে
মজার কাব্য রটে ।


(আমাদের সন্তানদের যারা প্রাণীর মত হত্যা করে খিলখিলিয়ে হাসে সেই সব মানবতাহীন, বিবেকহীনদের বিরুদ্ধে হোক সোচ্চার প্রতিবাদ ---- )