বসন্তের আগমনে, কোকিলের কুহু তানে
ঘুম ছেড়ে জেগে উঠা, রোদে রাঙ্গা সকালে
ফেলে আসা সেই দিন, মনে পড়ে কতদিন
কুহু কুহু ডাক শোনা, সকালে বা বিকেলে ।


গয়ের রঙ কালো যার, নিজ বাসা নেই তার
চুপি সারে ডিম পাড়ে, কাকের বাসায়
কাক সেটা ভুল করে, নিজ ডিম মনে করে
কোকিলের ডিমে বসে, তা দিয়ে যায় ।


সময় যায় পেরিয়ে, ডিম ফুটে বেরিয়ে
ডাক শুনে ছানাদের, পরিচয় জানা যায়
সব ভুল বুঝে শেষে, কাকটা উঠে ফুঁসে
কাক আর কোকিলের, গোলমাল লেগে যায় ।


একদিন অবশেষে, কুহু কুহু ডাক শুনে
ছানা উড়ে চলে যায়, কোকিলের সাথে
বিষন্ন মনে কাক, ডালে বসে দেয় ডাক
চেয়ে থাকে ছানাদের, উড়ে যাওয়া পথে ।।