প্রতি দিন খেতে হয়, জীবনটা বাঁচাতে
মন দেয় দৌড় ঝাপ, মনের খাঁচাতে
চারিদিকে খাওয়া নিয়ে, কত আয়োজন
খেতে গিয়ে প্রাণ যাওয়া, শুনায় কেমন ?


শত শত মানুষের, খেতে গিয়ে যুদ্ধ
অপেক্ষায় দাঁড়িয়ে, প্রবেশ দ্বার রুদ্ধ
পথ ঘাট একাকার, মানুষের ঢলে
হুট করে আয়োজক, দ্বার দিল খুলে ।


ভোঁ-দৌড় হুড়ো হুড়ি, প্রচন্ড ধাক্কা
পদ তলে পিষ্ট, কেউ পেল অক্কা
লাশ হল দশ জন, এ কী কান্ড
খাওয়া দাওয়া বন্ধ, মেজবান পন্ড ।।