{জীবন থেকে নেয়া (পর্ব ১)}


হটাৎ একটা মন্দ হাওয়ায়, মেয়ের ভাগ্য ছিন্ন
কেউবা বলেন পাপ করেছি, কারো ভবনা ভিন্ন
পাপ চাড়াতো মানুষ হয়না, আমিও না হয় পাপী
আমার পাপে মেয়ের কষ্ট, কোন যন্ত্রে মাপী ।


অন্ধকারে কানাকানি, হজার কল্প কাহিনী
ডাক্তার কহেন, এ রোগের কারণ জানা যায়নি ।


চিকিৎসাতে লাগবে টাকা, লক্ষ হাজার শত
লজ্জা সরম তুচ্ছ করে, হাত পেতেছি কত
নিকট জনরা শুধায় মোরে, কোথায় টাকা পাবে
কেউবা বলেন কম খরচে, দেশেই চিকিৎসা হবে ।


আমি তখন কোমর বেঁধে, ঋণের বোঝা কাধে
সহস্র মাইল ভারত পাড়ি, নিরবে মন কাঁদে
দুর্ভাবনায় ব্যাকুল মন, মেয়ের ভাগ্য কি হবে
ভাবনার ঝড় থামলো পরে, ভ্যালোর গিয়ে তবে ।


ভ্যালোর যেন আত্মীয় বাড়ী, সময় অসময় যেতে হয়
কষ্টে মেয়ের জীবন কাটে, শঙ্কা সদা পিছন রয় ।


ঋণ করে কেউ ব্যবসা করে, আমি করি চিকিৎসা
ঋণের কাদায় পথ মাড়িয়ে, পথের খোঁজে বিদিশা
মনের জোরে ভালই আছি, ভাল আছে মেয়ে
যুদ্ধার মত ছুটে চলা মোর, সমুখ পানে চেয়ে ।।