গাছে প্রতিনিয়তই নতুন কলি আসে
ফুলে পরিণত হওয়ার আগেই তা ঝরেও যায়,
তবুও মালি গাছের পরিচর্যায় যত্নশীল
আশা একদিন ফুল ফুটবেই।


বসন্ত আসবে, কোকিল ডাকবে
শিমুল, পলাশের বনে তাকালে মনে হবে
আগুনের লেলিহান শিখার মতো জ্বলছে প্রকৃতি
শীতের খোলস ছেড়ে বেড়িয়ে আসবে সবুজ পাতা।


প্রকৃতি বসন্তের রূপ-লাবণ্যে সাজাবে নিজেকে
এসবই জানান দিবে আজ ফাগুন এসেছে
সেদিন সেই কলি ফুল হয়ে ফুটে
সুভাস ছড়াবে মালির বাগানে।