বৃষ্টি আমায় খুব ভালবাসে,
তাই তো গা ভিজিয়ে দেয় এসে।
আমি যখনই বাহিরে যায় ছাতা ছাড়া,
বৃষ্টি তখনই আসে হয়ে পাগলপারা।
এসে জাপ টা দিয়ে
ভিজিয়ে দেয় আমার গা,
মেঠো পথে বারবার
পিছলিয়ে যায় পা।
বৃষ্টিতে ভিজে করি কতো উল্লাস,
রাত হলে সর্দি-জ্বরে দিয়ে যায় বাঁশ।
তারপরও কমে না এই ছেলেমানুষি,
কেননা বৃষ্টি কে যে আমিও ভালবাসি।