না বলতে পারা কথা গুলো
মুখ ফুটে বেরিয়ে আসতে চায়,
কিন্তু কার কাছে বলবো?
শোনার যে কেউ নাই।


কথাগুলো ছুটাছুটি করে
বুকের চিনচিনে ব্যথা কে
ক্রমশ দিচ্ছে বাড়িয়ে,
তবুও মুখ ফুটে বলার সাধ্য নেই
চেষ্টা আছে উপায় নেই
তাও কারো অপেক্ষায় রই দাঁড়িয়ে।


কথা গুলো যেন ব্যক্ত করতেই হবে,
এমন কেউ ত নাই যে কথাগুলো শুনবে।
কেউ মায়া দেখিয়ে খাড়া রেখে কান,
না শুনেও করবে না তো শোনার বান?


কেউ হাসির ছলে দিবে না তো উড়িয়ে?
নাকি অবহেলার সুযোগে স্বপ্ন দিবে গুঁড়িয়ে?
তবু বলতে পারলেই যেন মুক্তি,
কিন্তু বলতে গেলেই হারায় বাক‌ শক্তি।


তবুও অপেক্ষা কেউ আসবে
অব্যক্ত কথা গুলো শুনবে ধৈর্য ধরে,
অবসরে পার করবে প্রহর
আমায় মনে করে।