এই নাও, পড়িয়ে দেও চুলের খোঁপায়
ভালোবাসার বেলী ফুলের মালা,
আমি খোঁপা সাজিয়ে রেখেছি যুগ যুগ ধরে।


এক বরষায় কথা দিয়েছিলে
দু'জন মিলে বারান্দায় বসে বৃষ্টি বিলাস ব্যাসনে মত্ত হবো,
আর গরম কফির পেয়ালায় চুমুক দিয়ে ঝড় তুলবো প্রেম বাগানে,
নগ্ন পায়ে পা মিলিয়ে হাঁটবো তুমি আমি দু'জন
আর মাটির সোঁদা গন্ধ নেবো
ভেজা চুলের খোঁপার বেলীর ঘ্রাণে বিভোর হয়ে
তুমি হারিয়ে যাবে সেই বাগানে আমায় নিয়ে।


বর্ষা শেষে শরৎ এলো
কাশের গুচ্ছ ঢেউ তুললো সেই হাওয়াতে,
আমায় তুমি বললে কানে চুপিচুপি
এবার দেখো, শুভ্র সাদা মেঘের সাথে
ভাসবো দু'জন প্রেমের ভেলায়
আমি আছি সেই আশাতে আসবে তুমি পঙ্খী রাজে চেপে
উঠিয়ে আমায় মেঘের ভেলার দেশে।


শরৎ শেষে শীত এলো
উম চাদরে মোড়ানো তোমার ভালেবাসা আমায় স্বপ্ন দেখালো,
বললো এসে শিশির ভেজা ঘাসে ভালোবাসার স্পর্শ নেবো
দু'জন মিলে কাল সকালে,
আমি অপেক্ষার প্রহর গুনছি এই বুঝি আসবে তুমি
তোমার দেয়া গোলাপি সোয়েটার গায়ে জড়িয়ে।


শীতের পরে আসলো এবার বসন্ত
নানান ফুলে সাজলো এবার দিগন্ত
তুমি আমায় হাতে ধরে নিয়ে গেলে মোদের সেই  বাঙলো বাড়ির বাগানে,
এক এক করে হাতে তুলে দিলে লাল নীল হলুদ প্রজাপতি
আর সাজিয়ে দিলে আমায় তুমি নানান ফুলে ফুটন্ত।
যেই না আমি মুগ্ধ মনে ছুঁতে লাগলাম তোমায়
অমনি দেখি নেই যে তুমি, আসলে ছিলাম আমি ঘুমন্ত।


কতো চন্দ্রভুক, অমাবশ্যা, শীত, বসন্ত
এসে আবার চলে ও গেলো এলেনা শুধু তুমি,
আজও আমি আছি বসে
তোমারই অপেক্ষায়, বেলী ফুলের মালা হাতে নিয়ে ।