আমি তো ছিলাম না কেউ
ছোট পাখি মিছে কাতরায় -  
ছটফটে ছোট ডানা কাঁপায় হাওয়া
সাত পাক পরিখা্য
বৃথা গান গায় ।    


অতীতে শতেক কলি আদর বিলিয়ে
করেছিল অমোঘ আবাহন ।
নিংড়িয়ে রাত সুখ
ভোমরের জাতি প্রজাতি  
মধু চুষে সংলাপ করেছে নিধন ।  


ঐ পাখি, ছিল প্রেম, খোলা আকাশে
শুধু গা্‌ন, মাতোয়ারা শিষে ।
ভুল করে কোলে বসে
পরিখার আড়ালে      
চেটেপুটে কমনীয় সৌরভ    
রাজসিক হুজ্জতি কৃষে ।  
  
জানি, তুমি ছিলে না তো কেউ
কোনোদিন কোনোকালে ;  
হ্যাংলা বসন্ত এলো
কোকিলের কলরবে
ন্যাড়া গাছে পলাশ ফোটালে ।  


পরিখার গ্লানি মুছে
লোভী মন ডাকছে তোমায় ;
ছোট পাখি, ঐ আকা্‌শ,      
লাটাইয়ে চেনা সুখ, দেখিয়ে গোটালে ।  


তবু সুখ একলা যে যার !


আসরের সকল সুহৃদ বন্ধুদের বসন্ত-সুখ অভিনন্দন ।