মন খারাপের শব্দ শুনি ব্যস্ত কাজে ,  
হাজার যোজন পথ হেঁটেছি অগাধ ভুলে ;  
দাঁড়ে বসা পোষা টিয়ে শুনলো কথা ।  
গ্রন্থি ছেঁড়া শব্দরা সব ভেসে বেড়ায় মহাশূন্যে -  
সাগর জলে তারার ছায়া চুম্বকি টান ।
.....................
মলিন ভাঁজ চিলতে কাগজ  
বিধ্বস্ত কুঠারঘাত,
ঝুলি ভিক্ষে ভালবাসা,
ছুঁয়ে দেখো.........।
দানের হিসেব উল্টো হাতে – ভিজে সকাল মন খারাপ ।  


কাটিয়ে দিন, হৃদকম্পে চলন ঘড়ি ;  
ভালবাসার ইচ্ছেরা সব শীতের খোঁজে .........


শেষ পানীয় তলানিতে প্রতিফলন ডাগর চোখ ;  
তোতাপাখির গল্প শোনা ভেজা বালিশ রাতের ক্ষোভ ।  
বান ভাসা জল ব্রহ্মপুত্র, ভালবাসার আকার প্রকার ;  
আটচালার শীতোষ্ণ জেদ আগল তোলা দাবী বাহার ।  
মরশুমি ফুল-ফুটফুটে সাজ, বাগের দামি গয়না পড়া ;    
জানলা শিকে ধাপে ধাপে গড়ানো শীত মন যে কাড়া ।  
চেয়ে থাকা শাঁসালো প্রাণ, সাদা টগর পাপড়ি চার ;  
ভোমর হয়ে গুঞ্জন গীত দুষ্টুমিটা অভিসার ।    
........................
বোশেখ শেষে তেজী বিকেল, চকচকে গেঁধা ফুল ;  
লটকে রাখা লম্বা চুলে বিভাজিত ভালবাসা ।  
হতেও পারে আসর কাব্য, কিংবা দোলা হোয়াটস অ্যাপ
তবুও সেই মধ্য রাতে
বাদুড় ঝোলা মন খারাপ ।