আমি এসেছিলাম
হয়তো ডেকেছিলে, মনে পড়ে না ।


মহানগর পথ !
রথ ছিল ত্রিপল ঢাকা, ডান দিক ঘেঁষে ।  
দেখবে – এমন খেয়াল ছিল না ।


এনেছিলে ধোঁয়া ওঠা চা,  
সাথে ছিল পাঁপড় ভাজাও......
মুখোমুখি ছিলাম দুজনে,
মাঝে গোল বেতের টেবিল,
কুরুশকাঁটা নক্সা কভার ছড়ানো আল্পনা ।


আটপৌড়ে শাড়ি, বীজন সমীরণে
নীরদবরণ বিশৃঙ্খল সুখ......
লুটিয়েছিল পায়ের পাতায় আমার ।


ভারী ফোঁটা জল
তখন ছুঁয়েছিল মাটি ।