হ’লেও বা ঢেলে সাজা সময় যন্ত্রে  
মগজে ভরেছে কে অপুষ্টি সুখ ;  
সাথ দেয় এক আকাশ এক পৃথিবী  
তুমি আমি যথেচ্ছ ভ্রমণ ।


তবুও ভিন্ন স্বাদ মনের চোখে
গন্ধটা প্রকৃতির শেখানো যেমন ।        


মন্দ কি যদি দেখি চোখের আলোয়,
ভাসিয়ে সাজানো বাগান তোমারই অতীত -  
পানাফুল বেগুনী দেমাকি ইজ্জত  
সময় লাফালো খানিক শূন্য কোটরে ।


ভ্রমণে লাগাম রশি পেশীর টান  
আর্তির বিল্লোল নয়ন গভীরে ।