বহতা পানি নদী সাগর
সীমা বাঁধা জেটি
দ্বিধা দ্বন্দ্বে হংসমিথুন
অচেনা পথ হাঁটি ;
সান্ত্বনা যে নিজের তৈরি বাঁক !
খেলাঘরের খেলায় মেতে
গভীর গুরুপাক ।


শূন্য থেকে শূন্য যোঝে
আলোর রোশনাই ;    
আলাপ সালাপ গোপন দহন
প্রেমের ছিনতাই ।  


সপ্তরথে সওয়ার হয়ে
সারথিকে খুঁজি !
আলোর গতি মেনেছে হার
অতীত - তাই পুঁজি ।  


একচোখ হারায় পাখি,
অন্য চোখে ফেরে......
মৌতাত, বাসি কনকচাঁপা
পিয়াস অধরে ।  


ওড়ে হাওয়ায় পথের ধুলোকণা
অনুচ্ছেদে ফুলে ফুলে ফড়িং ;  
প্রজন্ম নেশায় ভাসে, ছিটেফোটা আলোয়
ফাঁক-ফোকড়ে ঘন সবুজ আড়াল,
চড়ে বেড়ায় স্বপ্ন -  
সোনার হরিণ ।


রিলে প্রেমে ধ্রুবতারার
দলিল কথাকলি
কৃশানু প্রেম খুশবু দেওয়ালি ।  


আসরের শ্রদ্ধেয় সকল সভ্যদের জানাই শুভ দীপাবলি ও আন্তরিক ভালবাসা এবং শুভেচ্ছা ।