এপার ওপার গড়ে তোলা গর্ব মহিমা  
অশান্ত রূপ বারিধারা মনের দোটানা......  
ছলছলাতে চেনা সুরে আবহ সঙ্গীত
জীবন এখন লক-ডাউন ইঙ্গিত ।

যেতে গিয়েও হয় না তার যাওয়া
ছেঁড়া সমাজ নীরব বিপর্যয়
ভুলে গেছি কথাই বেমানান ।    


চার দেওয়ালে মোটা লোহার শিক,        
সারা শরীর ছুঁয়ে আসে হাত ।
তন্ন তন্ন খোঁজ বিছানায়......  
কারাগারে পরখ পায়ে পায়ে ।  


পাশ অঙ্ক সাজিয়ে হুঙ্কার  
ভালবাসার জটিল অহঙ্কার ।  


দেঁতেল হাসি ছড়িয়ে বনফুলে,  
আগাছার দল এধার ওধার দোলে ।  
কেড়ে নিলে লম্বা শিষের
ছ্যাঁকছেঁকে আবাহন......  
ভিন্ন স্রোতের বাতাস,
অবহেলার গোলাপকুঁড়ি মন ।  
বুকের খাঁচায় খচখচানি
জ্যান্ত কৈ কাঁটা ।

তবুও দামামা,  
ভালবাসা !
সুদ অংক -‘বাটা’ ।  


বাটা – Discount