প্রারম্ভিক - আমার এই ভুতুড়ে জগতে প্রকৃতির অকৃপণ অবদান জাগিয়ে তোলে ধ্রুপদী বাস্তববাদ যা ভালবাসি আমি তুমি সকলেই । এই সৌন্দর্য্য অদ্ভূত শৃঙ্খলাপরায়ন আর এই ঋতুচক্রে সকলেই বাঁধা,  তাই বাস্তববাদী । আমাদের ভাবনারা কল্পনার আশ্রয়ে মানসিক দ্বন্দ চিত্রায়িত করে অদম্য ছন্দে । আমরা সত্যের পূজারী ভালবাসার পূজারী । ঐশ্বরিক সৌন্দর্য্য কালিমালিপ্ত হোক   বা এই সুশৃঙ্খল বাঁধন ভেঙে যাক মোটেই কাম্য নয় ।
এই প্রেক্ষাপটে আমার এক ছোট্ট প্রয়াস । খোলামনে আলোচনা চাই । সুহৃদ পাঠকদের অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।  


ধ্রুপদী বাস্তব


গোলাপ যখন ছড়ায় সুখ, রবির কিরণ মেখে
প্রজাপতি চয়ন করে ফুল ।  
পাখনার রঙ মিল পেয়েছে যেথায়
বকুল চাঁপা তোমার আমার
তবুও প্রিয় সেথায় ।  


অনুকণা প্রতিকণা এপিঠ ওপিঠ গাঁথা,  
ঝিরিঝিরি বাদল বেলায়
মন কেমনের পালা ।
পেখম মেলে ময়ূরী মন
শুকনো ঘাসের খোঁচায়......
ছায়া দেখে সূর্য্য চেনার অবাক পাঠশালা ।


পল তিথি লাফিয়ে বেড়ায় উঠোন থেকে উঠোন......
পিটিয়ে খুঁটি গভীর থেকে আরো গভীরে ;  
স্বর্গ নরক ভীষণ কাল্পনিক ।
এই তো সময় জড়িয়ে ধরে তোমায় -  
ওষ্টাধরে এক শ্বাস আহ্লাদী চুম্বন ।