শূন্য ঘরে শব্দ গভীর দপ-দপানি বুক ,  
হাতের তালু ঊষ্ণতা নেয় নীরব মোবাইল ;  
বেখবরে বব্ধু কাতর , দীর্ঘ নীরবতা ।  


দুটো বাড়ি পার করে মোড়, সংযোগী রাস্তা ;  
আম গাছে মুকুল ঘিরে ব্যস্ত রাতের প্রহর ।  
পাগল প্রেমে বরফ গলা বাতাস উত্তুরে ,  
নজরকাড়া অবস্থানে গ্রহের হেরফের ।  


(তোমার মনের ছকে) ভীষণ চেনা তাকে –  
মিটীমিটী জোনাক আলো , আঁধার শেষের ভোর ;  
রঙে-বর্ণে সাধাসিধে চেনা নুড়িপাথর,    
খেজুর গাছে বাঁধা কলস, ভোরের আলোয় ক্ষরণ -  
চুঁইয়ে গড়ায় বরফ স্কেটে কাব্য ;  
উদাসী মন ঝর্ণাধারায় ভিজিয়ে রাখ নিজে ।  


ভাবনা যে তার, উদ্ভাবনী সে –
উঠবে জেগে পূব আকাশে
দিনের বিশাল তারা ;  
সময় সাথে ঐকতানিক অঙ্গুরীয় মেলা ।
এক কাতে ঘাড়, ছাগলছানার ডাক -  
আসর মাঝে ভয়ানক ভাইরাল
তাইতে শুধাই - কেমন আছ?  
ভালবাসার কালো বুলবুল  
(ঠিক ভাবলাম কি!)
হিমালয়ের বিশেষ এক পাখি ।  


তাই তো বলি -
নই যে আমি, ডানা মেলা দূর আকাশের চিল ।  
সংসারের ঝক্কি ঝামেলা – ‘দেরী হ’ল এবার’ ।  
মিথ্যে কেন হবে, উঁকিঝুঁকি ছিল  
খোলা চোখে অলস দুপুর স্বপন.........  
“হ্যালো......” এই বুঝি সেই  
মোবাইলে চেনা গলার স্বর ।