চাঁদের নরম আলো ভিজছে ঝোপঝাড়    
না ঘুমনো রাত উসখুসে গল্প -  
বেতবনের শুকনো শেকড় তাপ
চন্দ্রবোড়ার জিভে ।  


ঝকঝকে রোদ লাজুক হাসি
কচি নরম ঘাসে
আহ্লাদে আটখানা ;
বাতায়নে গ্রিলের ফাঁকে দেখা
আধখানা মাঠ সবুজ ।  


খাঁচার পাখি দাঁড়েই ছটফটায়......  
ডানা ভারী রাসায়নিক রঙে ।  
দানাপানির সহজ বোঝাপড়া


বেঁচে থাকার নীরব মিতালি ।


শক্ত তালের আঁটি ভাঙতে
একশো দিনের কাজ,
আঁটোসাঁটো গ্রিল, সিকিউরিটি চেক ;
হাঁফানো বাতাস ভাবলো, বেহায়া পাজি
স্বাদের ফোঁপা, লক্ষ্মী মায়ের কৃপা
আমি রাজী ।
  
চেনা গ্রিল - রসিক নাগর চোখ
কোলাহলে শহর নগর ক্রিপ্টো-কারেন্সী......
আঁচিল ঠোঁট - শিখর চূড়া
উটির ডোডাবেটা ;
ঘন নীলে বিবস্ত্র আকাশ ।


মাপা জানলার গ্রিলের ফাঁকে, আমিই ।