কুট কুট কামড়ে দিন প্রতিদিন
কেড়েছিল ক্লান্তির ঘুম ।
তোষকের সেলাই খাঁজে  
নিরাপদ জীবন গুমসুম ।    


দিনরাত এক করে ডেঙ্গি ভাইরাস শুঁড়ে
বিদঘুটে দালাল মশা ;            
খাবলে খুবলে মাটি, জমাজল পচা ঘাসফুল -  
মজলিশে ভয়াল তামাশা ।  


মানুষের রক্ত পান বীভৎস নেশা ।


মধুবনী পাশাছক আঁকা এই ভূমে ।


ঘটি-জল সোমরস দানের ছন্দ চালে    
অবোধ পাবলিক -  
কুটুস কাটুস নয় শকুনির ফাস্টিং
হা-হা হি-হি লাইভ কাস্টিং ;  


বিন সখা অর্জুন নিরেট বোকা,  
ভীমের হয়েছে গদা ভারি ;
ঠাস-ঠোস সমাজে দ্রৌপদী কুন্তি
বিলাসিনী দায় মাতব্বরি ......


কলা-বৌ সম্প্রীতি কর্পোরেট জুমে ।