পাঁচ সেরি পাথর চাপা চোখের পাতা
কেড়েছে ঘুম পাহাড়ি ঝর্ণা ;
ফোটেনি চোখ, গর্ভে ভাসে
অভিমন্যু শিশু ;  
স্বপ্নরা সব উলটো দ্রোতে
তাতা থৈ থৈ নাচে ।  

ভোরের আলো স্বর্ণাভ তেজ
quaking aspen
উত্তেজনায় উচ্চতর গ্রামে ;  
জাফরী-ফাঁকে বকবকমের পায়রা
চায় না দিতে জনন সুখের ভাগ ,  
নরম মাটি লুকিয়েছে মুখ লাজে ।

লোলুপতা হতাশা মাত্রায়  
ইতিহাসের পাতায় খোঁজা যুগের অধ্যায় ;
ঝর্ণার খেদ -  
অনেক পথের বাঁক ।  
যোগান শক্তি পত্রহরিৎ  
সালোক-সংশ্লেষ ;
অদ্ভূত জোড় -  
Yin সাথী yang .

নামের আখর খোঁজে কবির গাথা ;  
চাকার দাঁতে (Gear) সম্মিলিত টান
আয়ুধশালা ঘটায় জীবন গতি ।      

        উলঙ্গ শিং হরিণ মাথা
শক্ত দেওয়ালে ......
পরিচয়ের রঙ লেগেছে
ভিন্ন খেয়ালে ।  
ফেলে আসা দেখতে হয়
ইমেজ
আত্মসুখের স্বয়ংক্রিয় car  
'rear-view mirror ।


Yin - The passive female principle of the universe, characterized as female and associated with earth, dark, and cold.
Yang - The active male principle of the universe characterized as male and creative and associated with heaven, heat, and light.