ভাল করে হয়নি ভোর
তোমার হাতের গোলাপি আবির
আমার চোখের পাতায় ;  
কানের কাছে শোনালে মধুর ডাক ।
পারলাম কই থাকতে দূরে
এসে গেছি
ছুঁয়ে দেখো আমায় ।


আমি তুমি একে অপরের
থার্মাল স্ক্যানার !


আমার বুকে রাঙিয়ে দেওয়া  
ভালবাসার আবির ......
দিন তিথির হিসেব খোঁজে
কবিতা আর বই ।

দুঃখ নয় স্টেশন প্ল্যাটফর্ম -  
বাঁধানো চাতাল কৃষ্ণচূড়া, করোনা দূরত্ব
অশোক ফুলের দোসর ।  


তারি মাঝে পেয়েছি যখন দেখা......  
বাড়িয়েছে জ্বলন ফুসফুসে  
অনুঘটক চোখের মণি,
বুদ্ধিশীল হাপর ;  
জড়িয়ে জীবন মাকড়সার জাল (ভাইরাস)।  


সাজাও তোমার মন যেমন চায় ।