ঠিক বলেছ - বৃষ্টি এসেছিল  
চেখে দেখা কালবোশেখের শেষ ;  
বালুচরে সুর গুঞ্জন জলের ওঠা-নামা
মৌ-অভিসার ঝড় ।  
ভাঙাচোরা পথে ছিল        
বীভৎস ওঠানামা
খটকা ছিল পার হওয়া নক্সাছকে সাঁকো ;    
ঢিল সংযোগ ডোবার জল  
কাঁপন তোলা হাল ।  


হ্যাঁ, কেঁপেও ছিলাম
বৃষ্টি ভেজা পাতায় ধরেছিলাম
ঝরে পড়া বর্ণ স্বাদের রেণু,  
ঝরে পড়া পাপড়ি মেলা শিউলি দুরন্ত ;  
অভাব ছিল ঘর ফিরতি রাখাল      
সুরধুনী ধারা ছন্দে বেজেছিল বেণু ।  


উজাড় করা কাব্য ভাষায়
পেখম মেলেছিলাম ।


বৃষ্টি ছিল – জল ছোঁয় নি আমায় -  
কুতুহল রিং-টোন মোবাইল ঝঙ্কার ।  
অনুভবে বিদরি সুখ
সাঁঝ-ধ্রুবকা ;  
সাদা-কালো দুটো রঙে
ঝিলিক আচমকা ।  
কোরা কাগজ, বিগলিত কালি......  
ভিজিয়েছে আমায় ।