টাপুর টুপুর - শীত বৃষ্টির জল
ভিজছে মাটি ।      
ডাকছে ব্যাঙ ডোবার ধারে
শহর থেকে দূরে ;  
ধড়াস ধড়াস ধামসা মাদল
বাজলো বুকে ।  


ডোর বেলে আঙুল চেপে
প্রতিবাদের ছেঁড়া চিঠির
টুকরো কাগজ……
জড়ো করা গোছানো সুখ
যেমন ছেড়েছিলাম……
সদর ঘরে আনাচে কানাচে ।  


তৃণভূমি নড়েচড়ে, তুখোর কানাকানি
অসম্ভবের তুমি,
খোলস ছেড়ে দস্যিপনা
নেহাত রাহাজানি
‘ইয়াস’ নয় মন্দ বাতাসে ।  
                
টাটকা বাসি তবুও সুবাস
ক’টা বকুল ফুল ;  
আলগা হাতের মুঠোয়
আজীবন গচ্ছিত ।
ধমনীতে বহ্নিশিখা ঝলমল আরতি;      
বাতিল ভেবে গল্প শোনায়, দোল পূর্ণিমায়    
গৌর-অঙ্গ নিমাই-পণ্ডিত ।