নিরিবিলি, আভরিত বকুল গন্ধ সকাল ;
ভ্যানভ্যানানি গল্পে মেতে উড়ছে বন-মাছি ।    
বিদঘুটে সময় বোঝে অন্যায় আবদার,    
অহঙ্কারী বর্ণমালা জীবন অবহেলা ;  
চড়াইয়ের সাধ হয়েছে চিল-আদর ছুঁতে ।  


টয় ট্রেনে সফর প্রাতে......  
ছড়ানো ক্ষেত, সূর্যমুখীর আভা ;  
আমি কেন মাখবো না রঙ, হলুদ ।  
হাওয়ার গন্ধে পাখনা মেলে, সাইবেরিয়ান বক  
নতুন স্বাদে ভয়ঙ্করের ভূত ।  


পরম্পরায় একই কথার রেশ -  
বয়ে বেড়াই অমিল ধারা, চিরকালীন অঙ্ক ;  
হয় ঊনিশ, নয় বিশ ।    
পাগল শালিক, নিচু বটের ডালে  
গোপন পাতায় আজও করে বমন ;  
রাঙা আলো অস্তরবি সহস্র কুর্ণিশ ।  


ভরা ফাগুন নৈঋত কোণ, কালবোশেখি জাল  
মহালগ্নে রাজনাসিকায় হাঁচি ।  
স্বচ্ছ জলে পদ্ম ডাটে, রাজহংস প্রেম ;      
আবেগকাতর শুক্লসন্ধ্যা,
চিন্ময়ীরূপ রচি ।