গুড়ি গুড়ি বর্ষা সকাল
দুরের কোকিল –
উঠলো ডেকে হঠাৎ ।
অনেক পথ পার হয়ে এলাম ;  
চশমাটা নাকের ডগায় এনে
পুকুর পারে আমের কটা গাছ -  
ঘন সবুজ পাতায় ।
এই জমিতেই ভিত ছিল গাঁথা
প্রজন্মের ভূত ভবিষ্যত ।  


ছানিচোখে বিলম্বিত ঠাহর            
ভুলে যাওয়া গল্প আনাচকানাচ ।  


চিল শকুনের ভয় গিয়েছে কেটে
উন্মুক্ত জলাজমির কীট ;  
যে যেমন চায় ছন্দে মেলায় পা......  
মাতাল হাতি রাজা হ’ল যবে
কশাঘাতে সবাই হ’ল ঢিট ।    


মন কালিতে বুক পকেটে কলম
নকল সুরে কোকিল ডাকে
বাজলো অভিমান ;
আমার বুকে সেই পুরনো ব্যথা......
কিন্তু দ্যাখো কেমন বদল দিন ।