সবুজ বনে সবুজ টিয়া
অবুঝেও বোঝে,
শিস দিয়ে যায় বেঁকা ঠোঁটে  
দানাপানির লোভে ।  


খাঁচায় বন্দী বন পাহাড়ের
পাতি ময়না কালো,  
ভাবে-সাবে বেড়ে চটুল
ছড়ায় ঝাঁঝালো ।    


আগাছার বীজ বেছে নিয়ে
গৃহস্থালী চড়াই -
কিচির মিচির খঞ্জনি সুর
বেঁচে থাকার লড়াই ।    


নকশা-ডানা প্রজাপতি  
আলোয় অভিযা......
ফুল পরাগে শুঁড় লাগিয়ে
শৃঙ্খলিত গান ।  

এরা সবাই আকাশ দেখে
যে যার কোটরে,
গরাদ ফাঁকে চিলতে আকাশ
ফারাক নজরে ।


সবাই ছিল, সবাই আছে,
সবাই থাকবেও ;    
গ্রহের ফেরে ক্ষারিত সুখ  
পুরনো কাসুন্দিও ।