কোকিল ডাকে বাজছে বাঁশি
ল্যাপটপে জড়িয়ে গা
সংক্রমণে সাংস্কৃতিক দরদী মোবাইল ;    
গুলিয়ে যাওয়া ছবির ভীড়
কেউ বলে ‘সুপ্রভাত’
কেউ বা জানায় ‘শুভ সকাল’
ব্রান্ডেড প্রোফাইল !  


এবার বলি ......


তোলপাড়ে শহর গ্রাম
রেড রোডে ছর্‌রা আমেজ – কার্নিভাল!  
বিন-সিঁদু্রে মা দুগ্‌গা
পক্ষকালে ঝলমলে উজ্জ্বল ।  


সেই সময়ে তুমি -


ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে সন্ধ্যে সাত......  
দেয়াল জুড়ে মোবাইলে চতুর স্থাপর্য্য ;  
ছলছলে নাচন জলে
পদ্ম-কোরক খাচ্ছে দোল ;  
কুঁড়ির আবেগ বিস্মরণে ফুটছে কাব্য কলি ।


দুই তালুতে ঢাকা তোমার মুখ -


নিবু নিবু আলোর তেজ
ছিপছিপে ঠাণ্ডা হাওয়া ;  
কাঁচের সাটার, একটু ফাঁক রেখে  
দূর দেশের বার্তা আসুক ভেসে ।  


অভিমানী সুখ...


ওষুধ-ক্রিয়া অলস শরীর
রোগটা যাবে বেড়ে
অভিমানী চঞ্চল ;  
পাশার গুটি পিতার অস্থি, শকুনি মামার ছল ;  
কাটা-স্বপ্নে জুয়ার বাজি জিত ।    


বুঝতে পারো তুমি ?


কিঞ্চিৎ ফাঁক আবছা আঁধার
মেরে দেখ উঁকি......  
ন্যাড়া ডালে কাঠচাঁপা,  
অসীম লালসায় ।
উস্‌-খুস্‌ হৃদ-পাঁজরে আনমনা প্রলাপ ;
অনাদরে শাপ বন্দী আমি ।