বড় আকার
বোনবো (Bonobo) বাঁদর, হারিয়ে গেছে......
রিসার্চ স্টাডি ;  
জ্ঞানীগুনীর একগুঁয়ে আব্দার ।  


ডিজিটালে ব্যস্ত আমি,
আমার পৃথিবী......
আকাশজুড়ে কালো মেঘ ;  
মনটা খুস-খুসে ।      


আটপৌরে শাড়ি......
ধরন গড়ন চিনে, নেহাৎ প্রজাপতি ।
পরাগ কেশর ছড়িয়ে পেলাম,
ফুল সোহাগী মন ;  
অমৃত লেহন দাবী,
বিজাতীয় ভুল ।  


নিয়মিত মৌতাত......  
খুঁচিয়ে খোঁড়া মধুকুম্ভ,
শুঁড়-দণ্ড চুমু ;  
সঞ্চারিত প্রাণ শক্তি
উজাড় ভালবাসা ।  


সেই যে তুমি,
দিলে ফাঁকি সেদিন ।
শীত, বসন্ত জড়িয়ে নিয়ে গায় ;  
লাফিয়ে বেড়াই  
বাঁচার তাড়নায় ।