দীপান্বিতার দীপ্ত শিখা তাপ  
দীপাবলির অপ্রাসঙ্গিক রাত
খুঁজে পেতে কাব্যে লেখা কথা
‘আড়াল রাখে অন্ধ ব্যথা
আঁধার কথা !......’
এক লহমায় বন্ধু-কবির কলম
ছিটকে আসে আলোর রোশনাই ;
শান্ত, স্থির চোখ ধাঁধানো কালোয়
লাফিয়ে চলা আগুন ফুল্কি
গর্বিত বলাকা ।  


চপল পলাশ বন
পাতার আড়াল কামারের সেঁকা লোহা    
বিরোধ আবেগে রাত,
লোহিতকণার ক্ষণিক লাস্যে  
জেগে থাকা আকাশ ;  
অস্থিরমতি নীহারিকা,
প্রেমের ছিন্নবাস ।


কুড়িয়ে জড়িয়ে মায়ার কড়ি
গচ্ছিত সঞ্চয়,    
বিলিয়েছি প্রেম সোহাগ প্রখর  
বিস্তৃত আঁচলে ;    
ছাড়ায় খোলস জীবনের শেষ ধাপ ।  


দীপালিকা তাপ - চিমটি কাটে,
মিছেই খামোখা ।