ডান চোখের একটা ফোঁটা জল
আটকে চশমা ফ্রেমে ;
মহাশূন্যে তাকিয়ে খোঁজা
হৃদয় জোড়া ব্যথা ।


প্রশ্ন তোমার হাজার কুড়ি  
বয়ে বেড়ানো ঝুড়ি……
‘ভালোই আছি’ ছিল উত্তর,
সোচ্চারে আজও বলি তাই ।


কাঁধে কাঁধে ‘হরিবোল’ ভাইরাস
‘হাত মেপে তিন থাকো তফাতে’ ;
পাসিং টাইম ভিডিও রেকর্ড বুলি
কেতিয়ে ঘাড় জেদি সুরের ময়না ।
  
চকচকে কিরণছটা টানটান চামড়া      
প্রসাধনে ঝাঁঝালো রসায়ন ;  
খ্যাঁকশিয়ালী হেঁচকি তোলা হাসি  
গভীর মনে পলাশ বনের পাপ ।  


ফলাও প্রচার নতুন সার্ভে  
ভয় যে বেশি আপন তোমাকেই ;
মাটিতে পা থাকবে ততদিন
মাঝের পাঁচিল স্থিতি শক্ত হ’লে ।
    
রামায়নে রাম করেনি বিশ্বাস
সেই সমাজে পতিপ্রাণা বৌ ;              
সোনার হরিন লোভী মনের ডাক
আগুন ল্যাজে বীরভক্ত ছৌ ।


হাততালি দাও, থালা বাজাও
আওয়াজ শুনে চেনো গতিপথ ;          
আঁধারি মন দিয়া জ্বেলে দ্যাখো    
থমকে যাওয়া ভাইরাস তিন হাত ।    


কথা অনেক হ’ল শোনা,
কোটি বছরভর -    
মুখ নাক মাস্কে থাক ঢাকা ;
শুকনো ভিজে চোখের তারা
বিদ্রোহ অনুযোগ......
অশুচি মন একুশ দিনে
সাজায় শয্যা-শর ।