আজ সকালে ব্যালকনির টবে
নিলাজ চোখ ঝকঝকে বেলি ;  
ভরপুর সুবাস আতর, উলঙ্গ আকাশ
কাতর প্রতিবেশি ।
এদিক সেদিক ফাঁক ফোকরে তোমায় ভালবাসা
ফাঁক পেয়ে যায় সময় যখন
জপমালার থলি ;  
নরম ডালে, ব্যস্ত দোলায় ছটফটে কলি ।  


ইচ্ছে তখন কইতে মনের কথা,  
মাথা নেড়ে সায় দিয়ে যায়
দুস্কর অধ্যায় -
ভাঙা চাঁদের মুখর জটিলতা ।        
ঠিক তেমনই হাটের জনতা  
রাগ খেয়ালে বেলির দলে কুঁড়ি ;
বুকে মোচড় ছড়িয়ে দেয়
ভাল্লাগে না ব্যথা ।  


একা কাছিম, মহিম চেতনা    
শোরগোলে মগজ উস্কানি ;  
কচি কাঁচা জ্বলন সুখ, অঙ্গে ফুস্কুরি
কালমেঘে ইচ্ছাপূরণ  নির্বেদ জোচ্চুরি ।