দূর শহরে বেঁধেছে সে বাসা,
বাদল দিনে আবডালে
আলো কাঁচা পাকা ।  
থেমে থেমে বইছে বাতাস, আছে কাঁপুনি        
খাঁটি তেলে সলতে পোড়া মেজাজ খানদানি ।


কালো ছায়াছবির ভিড়
অন্ধকার সঘন……
উশখুশ মন বিন্তি খেলে
সুখ খোয়ানো রাত ।  
মেলে চোখ চেখে দেখা
এই তো সময়, এখন ।    


ঘটনা এই
যা ইচ্ছে তা, পাজি ।
ডানার পালক চকচকে খাঁজ      
মৌতাত কারসাজি -  
বেগুনির কাতর আভা  
অনুষঙ্গ বিষ ;  
ঝলমলে রোদ গপ্পো মলাটে ।  
পাগল হাওয়া সাঁতরে বেড়ায় আকাশ  
দেয় সুরেলা শিস ।  


পোহালো রা্‌ত, গল্প হ’ল বাসি ।  
খোলা সদর নির্গত নিঃশ্বাস  
নির্মম, হুড়োহুড়ি ;  
নিকটদূর -  বাজে বেসুর বাঁশি ।      


রাত জাগা ক্লান্ত কাক -
মগজে বিলাপ
আনমনে সরব ।  
কাপাস তুলো মিশে হাওয়ায় স্বপ্ন আলাপন ;  
ধূসর আকাশ বুঝতে পারে এটা ।    
কাত করে ঘাড়, একচোখেতে দেখা ।
উড়ো খৈ গোবিন্দায়……সিদ্ধ নিপাতন ।