রোদের আলো ব্যাঘাত হল পরিসরে
শিউলি, জবা, কলকে, চাঁপার ডালে ।
অলস বিকেল একটু গড়িয়ে এলে,
ভাগ করে নেয় সময় -
নানান পাখি; ছাদে, দূরের মাঠে ।


পর্ণমোচী বাঁধা ঋণের দায়  
জানি তুমি শীতের অপেক্ষায় ।


মহাবিশ্বে শশীকলার ছন্দভাঙা ছলা....  
আধেক চাঁদে গল্পে মুখর ছেলে থেকে বুড়ো ;  
অহংকারী ত্বরিত-তারিত বেগতিক শীত
কুয়াশা-ভোর চাদর টানা মুখ ।      


নামাবলী জীবনকলি হাজারী সংশয়....
ভূত-পেত্নী-দত্যি-দানো,  
গাঁয়ের উট্‌কো ছেলে ;  
ভেল্কি শীত -                
নীরব অপেক্ষায় ।