রাত গভীরে যখন সাগর, জড়িয়ে ধরে আমায়
আর সফেদ ফেনা
হারায় খুশির জেল্লা
তার বিশাল বালির মেলায় ;
আমার অধীর চোখের তারা
অবাক খেয়া বায় ।
তখন এক বুক নিঃশ্বাস নিতে
কী যেন কষ্ট হয় ।
অখণ্ড নীরবতার গভীর প্রতিধ্বনি
বাকরহিত মুখগুলো কেবল ভ্যাবাচাকা ;
অপার সাগরটাও...
গভীরতায় ভুল খেলাতে মাতে ;
এলোপাথারি - মনের লুকোচুরি
বোধ হয়
এবার সত্যি একা ।