গাঢ় লালে কানন সুখ,
আতিশয্যে জবা ।
ছায়া ছায়া আসন পাতা আলো
চকিত উধাও, দূর গগনের মৃগ
স্বভাব চপলা ।


গায়ে লাগা কলকে কুঁড়ি মিটিমিটি হাসি    
এক বৃন্তে ঝলমলে আর এক কলকে -
স্বর্ণালি সৌরভ,    
দোলে ভিন্ন সুখে ।      

চয়নিত তেজী যুনী, কানন যুবরাণী
মহিমাময় গোলাপ ।  
লজ্জা ছোঁয়া কাটা রোদ ব্যভিচার সংশ্লেষ,
বিপণির শোভনীয় তাক -
ঘোমটা টেনে কিয়ৎ ম্রিয়মান ।  
মোছেনি রঙ তাও
দিনে রাতে সাজিয়ে খোপায়
রক্তিম অভিমান ।  


না ছুঁলে রোদ, আকাশ বেয়ে মাটি ।  
বিবর আবরণ ।  
সসীম মায়ার জটিল ছায়া রেখায়  
শিল্পী খোঁজে খুঁট,  
ভবঘুরে তুলি ডোবে রঙে ;
‘ইচ্ছে’ শোনে গল্প পরিপাটি ।  


পাতকুয়ো জল, খলবলি মেঘ-ছায়া  
রাশি রাশি ‘ইচ্ছে’ পসরা ;  
সুখ অভিসার গ্রামীন বধুর
নকশা সেলাই কাঁথা ।


খণ্ডিত উদ্বেগ
কার জন্যে কে ???